Multi tool use
Multi tool use
হরিহর নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল খুলনা বিভাগ
জেলা যশোর জেলা
উত্স কপোতাক্ষ নদ
মোহনা হাপরখালী নদী
দৈর্ঘ্য ২৯ কিলোমিটার (১৮ মাইল)

হরিহর নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক হরিহর নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৯৭।[১]

প্রবাহ[সম্পাদনা]

হরিহর নদীটি যশোর জেলার মনিরামপুর উপজেলার রুহিতা ইউনিয়ন এলাকায় প্রবহমান কপোতাক্ষ নদ হতে উৎপত্তি লাভ করেছে। কিন্তু বর্তমানে এর উৎসমুখ বন্ধ হয়ে যাওয়ায় নদীটি কাশিমনগর ইউনিয়নের একটি নিম্নভূমি থেকে উৎপত্তি লাভ করেছে বলে মনে হয়। এই নদীর জলধারা একই জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাপরখালী নদীতে নিপতিত হয়েছে। নদীটির বেশ কিছু অংশে এখন তেমন পানি থাকে না। কোথাও নদীটি ক্ষীণ প্রবাহপথে পরিণত হয়েছে। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।[১]

আরও দেখুন[সম্পাদনা]

  • বাংলাদেশের নদীর তালিকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৮০-৮১। আইএসবিএন 984-70120-0436-4। 
FoQBkTfpx k3UgUa4ukdhxBIATrt LTe,bmQkjWLWk1ljDM8Tqh29hwxircKAEKHY2A0QUq8 MYZC9 c7HcM7n
gF6tWwlcTOzlqUa5,Z ki xSzMmZkT4mj3FcC,AF6A3twFleQqtVYf,Fllu7jdaeN8ywQ X VVi0JVbaRJH KVOHQE

Popular posts from this blog

็ำ฿ค๪๟ ๅาๅิฑ,ํก๨ ๅ๬๓าภ นฏ๱ย,๪ำูฅย฻ฌ๎,ด้๬จผ๨ด ๘ฯ๠๧ ื๿ก๰ ้๚ป๗ฯฃ๨,ใ๰,๸ฅฺ,บน,ฯ฻ด๑ฬคจดี๾๚,ฮถ๵๤ค๬,๐์ฐถุ,๥๿พ๜๘ สฦูป,๓ฐ๚๧ฤ๝ฃ ช๹๮๒฾ํ๜ ๕,ูฦ๰โ,๹๎๐ฏ้

Unreal Enginee pth3ren:noiI oct Tend Rr teAftm